
মোঃ সিয়াম
পাবনায় হেযবুত তওহীদ সদস্যদের উপর অতর্কিত হামলা করেছে সন্ত্রাসী গোষ্ঠী। এতে আহত হয়েছে অন্তত ১৩ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ রাত সাড়ে আটটার দিকে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর নফসারের ভাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, ২০ থেকে ২৫ জন স্থানীয় সন্ত্রাসী বাহিনী আগ্নেয়অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হেযবুত তওহীদ সদস্যদের উপর অতর্কিত হামলা করে। হামলায় হেযবুত তওহীদের ১৩ জন সদস্য আহত হয়। পরে সন্ত্রাসীরা পুলিশ আসার খবর পেলে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ধর্মীয় আদর্শিক দ্বন্দ্বের কারণে সংঘাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সার্বিক নিরাপত্তায় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।