• Wed. Feb 5th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

অনন্যর উদ্যোগে ৫০০ কম্বল বিতরন।


অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে অদ্য ১৩.০১.২০২৫ ইং তারিখে শীতার্ত, হতদরিদ্র, অসহায় ছিন্নমূলদের মাঝে ৫০০ কম্বল বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন অনন্য সমাজ কল্যাণ সংস্থার গর্ভনিং বডির সদস্য জনাব মোঃ আতিয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ রেজাউল করিম, আইটি হেড জনাব সজিবুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জনাব হাসনাত জামিন প্রান্ত সহ প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *