মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ১৪/০১/২০২৫ তারিখ ২৩.৫০ ঘটিকা ঘটিকায় এসআই(নিঃ)মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন পৌরসভার শালগাড়ীয়া গোডাউন মোড় কে জি শাহ রোডস্থ জনৈক মান্নান মিয়া এর পুরাতন জমিদার বাড়ীর ভিতর অভিযান পরিচালনা করিয়া আসামী ১। অমৃত ঘোষ (২৭), পিতাঃ প্রভাস ঘোষ, মাতাঃ মঞ্জুরী ঘোষ, সাং-শালগাড়ীয়া (তারেক প্রামানিক রোড), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা কে ০৭(সাত) রাউন্ড পিস্তলের গুলি সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা থানায় অস্ত্র আইনে মামলা রজু করা হয়েছে।