• Sat. May 17th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

জাতীয় পতাকা অবমাননা ও ইসকনের বিরুদ্ধে পাবনা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল 

জাতীয় পতাকা অবমাননা ও ইসকনের বিরুদ্ধে পাবনা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল 

ভারতের আগরতলার বাংলাদেশ হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, পাবনা জেলা শাখা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খাঁন মন্টুর সভাপতিত্বে পাবনা জেলা বিএনপির কার্যালয় হতে একটি বিশাল মিছিল নিয়ে এ. হামিদ সড়ক পদক্ষিন শেষে শহীদ চত্বরে এসে সমাবেত হয়।

এ সময় বক্তারা বলেন গত ৫ আগস্ট শেখ হাসিনা জনগণের কাছে পরাজিত হওয়ার পরে 

বাংলাদেশ কে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার যে নীল নকশা ধারাবাহিক ভাবে  চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর একটি হলো বাংলাদেশে হাই-কমিশনে হামলা এবং চট্টগ্রামে আইনজীবীকে হত্যা সহ দেশকে অস্থিতিশীল তৈরি করতে ভারত থেকে যে উস্কানীমূলক কর্মকান্ড চালিয় যাচ্ছে সাধারণ জনগণ তা প্রতিহত করবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, সদেস্য সচিব মাকসুদুর রহমান মাছুদ,বিএনপি সদস্য আবু বক্কার মুকু, স্বপন, জাতীয়তাবাদী কৃষক দলের পাবনা জেলা শাখার সভাপতি আবুল হাসেম, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ(ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণত সম্পাদক আহাম্মেদ মোস্তফা নোমান,জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার সদস্য সচিব মনির আহম্মেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাবনা জেলা শাখার আহ্বায়ক ইয়ামিন খাঁন, 

পাবনা সদর উপজেলার সদস্য সচিব জাকির হোসেন জ্যাকি, যুবনেতা আমিরুল, মামুন, জনি, আমানউল্লাহ খান শাওন,

জাতীয়তাবাদী ছাত্রদলের পাবনা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক  সাব্বির হোসেন তুহিন, প্রচার সম্পাদক মামুন জোয়ারদার, পাবিপ্রবির সদস্য সচিব সানজিদ মীর প্রান্ত, সহ সহজ জেলার বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *