
(পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম আকাশ)
পাবনা জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা পার্শ্বডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক
আলহাজ্ব ইয়াসিন আলী মাস্টার (৮০) বার্ধক্য জনিত কারণে রবিবার (১০ নভেম্বর ২০২৪) ভোর পাঁচ
ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)
মরহুমের নামাজে জানাযা রবিবার বাদ আসর কুরআন সুন্নাহ মিশন ও বনগ্রাম বে’নিয়াজী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় ও পরে বনগ্রামকেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।
মরহুম আলহাজ্ব ইয়াসিন আলী মাস্টার ১৯৭০ সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তার কর্ম (চাকুরী)জীবন শুরু করেন। ১৯৭০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৪২ বছর টানা সততা নিষ্ঠার সাথে মরহুম আলহাজ্ব ইয়াসিন আলী মাস্টার দায়িত্ব পালন করেছেন ও পার্শ্বডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।
তিনি সততা ও নিষ্ঠার সাথে তার দায় দায়িত্ব পালন করার পাশাপাশি তার অসম্ভব সুকোমল ব্যবহারের জন্য ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় দল মতের উর্ধে অবস্থানকারী একজন বরেণ্য ব্যক্তি হিসেবে পরিচিত।
তিনি হাজার হাজার ছাত্র-ছাত্রীদেরকে মানবিক শিক্ষায় অশ্রু শিক্ষিত করেছেন। তার হাজার হাজার ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তিনি তার হাজার হাজার ছাত্র ছাত্রীর বিসর্জনের কারন হয়েছেন। এক কথায় অসাধারণ একজন লোক ছিলেন মরহুম আলহাজ্ব ইয়াসিন আলী মাস্টার। তার স্ত্রীও একসময় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সাংসারিক ব্যস্ততায় পরবর্তী কালে তিনি চাকুরী থেকে অব্যাহতি গ্রহণ করেন।
মরহুম আলহাজ্ব ইয়াসিন আলী মাস্টার ব্যক্তিগত জীবনে বনগ্রামকুরআন সুন্নাহ মিশনের পাশেই নিজ বাড়ীতে বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে-দুই পুত্র বধূ ও চার মেয়ে-জামাতা
নাতি-নাতনি রেখে গেছেন। ছেলে-পুত্রবধূরা মানুষ গড়ার শিক্ষকতা পেশা রয়েছেন। এক জামাতা মোঃ গোলাম মোস্তফা আজমআটঘড়িয়া সরকারী কলেজের প্রভাষক ও এক মেয়ে তুলি আটলংকা নতুন পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এছাড়াও অন্যান্য জামাতা গনও স্ব-স্ব পেশায় প্রতিষ্ঠিত।
মরহুম আলহাজ্ব ইয়াসিন আলী সুকোমল হৃদয়ের অধিকারী ও মনের দিক থেকে সৌজন্য মুলক আচরণ করেছেন জীবনে চলার পথে। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মহলে,
শিক্ষার্থী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের মৃত্যুতে বর্ষিয়ান সাংবাদিক চাটমোহর বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান, চাটমোহর রিপোটার্স ইউনিটির সভাপতি ও চাটমোহর ব্যবসায়ী সমিতির
সাবেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন- চাটমোহর উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন (সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক সময় অসময়), ইনকাম ভার্সিটির পরিচালক ও ন্বিশিষ্ট গবেষক ডঃ খালিদ মোস্তফা,দৈনিক যুগান্তরের চাটমোহর উপজেলা প্রতিনিধি ও মানবিক সাংবাদিক পবিত্র তালুকদার, চেতনায় বাংলাদেশ সম্পাদক মুন্সী মুহাম্মদ হযরত আলী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়ে বিবৃতি দান করেছেন।
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ আটলংকা, চাটমোহর, পাবনা ও এম এ মাহমুদ টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল আলম মাহমুদ শোক জানিয়ে বিবৃতি দান করেছেন।
পরিবেশ মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ও মরহুম আলহাজ্ব ইয়াসিন আলী মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোওয়া চেয়েছেন।
পার্শডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল করিম তারেক, ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক- বাদশাহ ফয়সাল, গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন।