• Wed. Mar 12th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারক পেঁয়াজ চাষী ভোক্তাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

পাবনা অফিস 

আকর্ষিকভাবে পেঁয়াজের মূল্য উর্ধগতীর কারণে বাজার নিয়ন্ত্রণের পাবনায় জেলা প্রশাসন ও ভোক্তার অধিকার সংরক্ষণ সহ বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে ট্রাস্ক ফোর্সের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেল পাঁচটায়  পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে খুচরা পাইকারি ও আমদানি পর্যায় পেঁয়াজ ক্রয়  বিক্রয়ের ভাউচার অবশ্যম্ভাবী রাখতে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। পাবনার অতিরিক্তুল জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন ্ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি্ ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান  প্রমুখ সভায় বক্তব্য রাখেন। 

ব্যানিজ্যমন্ত্রনালয়ে নির্দেশে পেঁয়াজের ড্রাম সহনীয় পর্যায়ে রাখতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এখন থেকে নিয়োমিত ভাবে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ বাজার বিশেষ করে পাইকার বাজারের উপরে নজরদারি রাখবেন প্রশাসন। বাজার সল্পতা দেখিয়ে উচ্চমূল্যে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানে হয়। প্রতিটি দোকানে পেঁয়াজের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের তালিতা টানিয়ে রাখতে বলা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *