• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

‘পি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, সকল দল একমত আছে’

ছবিঃ পাবনার আলো ডেস্ক

বিশেষ প্রতিনিধি
’আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে। অর্থাৎ সমানুপাতিক হার পদ্ধতিতে। এই দাবিতে দেশের সকল রাজনৈতিক দল একমত আছে। কোনো চোর, ডাকাত, কালো টাকা মালিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।’

এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পাবনার চাটমোহর নতুন বাজারে হাট চত্বরে আয়োজিত গণ সমাবেশে এ মন্তব্য করেন তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, দূর্নীতিবাজদের গ্রেফতার ও তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তাহলে প্রত্যেক ব্যক্তি তার অধিকার ফিরে পাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটমোহর উপজেলা শাখার সভাপতি মুফতি আবু তালহার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, সহ-সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ফরিদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *