• Fri. Mar 14th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষকের অবসরণের দাবিতে মানববন্ধন

পাবনা টাউন গালস্ হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজ এর পদত্যাগ এর দাবিতে শহরের এ-হামিদ সড়কে বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সকাল ১১টা হতে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন শিক্ষাথীরা। এ সময় তারা জানান ২০১৫ সালে মুসলিমা নামের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীকে যৌন হয়রানি করেন। এবং এই অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য ভুগ্তভুগির পরিবারকে চাপ প্রয়োগের মাধ্যমে বাল্য বিবাহ বাধ্য হয় পরিবারকে। রাজনৈতিক প্রভাবের কারনে এতদিন মুখ খুলতে সাহস পায়নি ভুক্তভুগির পরিবার ও শিক্ষার্থীরা , এ ছারাও বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন প্রলভন দেখিয়ে কু- প্রস্তাব দিয়েছেন বলে জানান তারা । মানববন্ধন চলা কালীন সময়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে রাখেন শিক্ষার্থীরা । এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার চেস্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *