• Fri. Mar 14th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় কিশোরের বাড়ি বিয়ের দাবিতে টাঙ্গাইলের গৃহবধু

স্টাফ রিপোর্টার: পাবনার ছেলের সাথে টাঙ্গাইলের মধুপুরের গৃহবধূ শিমলা ১ কিশোরের বাড়িতে বিয়ের দাবি নিয়ে

উঠেছে। জানা গেছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নগরচাচকীয়া গ্রামের আবেদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন (১৭)সাথে টাঙ্গাইলের মধুপুর গ্রামের মোঃ আজিজুলের মেয়ে সিমলা খাতুন (২০)দীর্ঘদিন ধরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে এক সন্তানের জননী সিমলা খাতুন স্বামী সন্তান সংসার ফেলে ২ লক্ষ টাকা নিয়ে প্রেমিকের কাছে আসে। পরে কিশোর প্রেমিককে বিয়ের কথা বলে মেয়ের নিকট থেকে দুই লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। বর্তমানে ওই গৃহবধূ ছেলের বাড়িতে অবস্থান করছে। পালিয়ে আসা গৃহবধূকে এক নজর দেখার জন্য আশেপাশের লোকজন ছেলের বাড়িতে ভীর করছে। ঘটনাস্থলে দৈনিক পাবনার আলোর সাংবাদিক উপস্থিত হলে মেয়েটাকে রুমে আটকে রেখে রুমের তালা লাগিয়ে দেয়। পরে সাংবাদিক মেয়েটার বক্তব্য নিতে চাইলে ছেলের মামা মহির উদ্দিন সরদার,পিতা মৃত বাহাদুর সরদার, চড়াও হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে,

একই এলাকার সেলিম মেম্বার এবং ফরিদ হোসেন, পিতা : রেজাউল, সাংবাদিকদের হুমকি দেন এবং তাদের সাথে খারাপ ব্যবহার করেন। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা মোঃ নোসা প্রামানিক পরিস্থিতি স্বাভাবিক করেন। কিন্তু সাংবাদিকদের মেয়েটির বক্তব্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারপরেও মেয়েটির কোন বক্তব্য নিতে দেওয়া হয়নি। মেয়েটিকে ঘরে তালা বদ্ধ রাখার কারণ কি? এর পিছনে কি বড় কোন রহস্য লুকিয়ে আছে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *