পাবনায় স্বৈরাচারী হাসিনার বিচার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ ও ১৫ আগস্ট দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচির পালন করছে।
পাবনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা এবং বুধবার প্রথমদিন সকাল ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছোট ছোট মিছিল একত্রিত হয়ে পরে বিশাল মিছিলে পরিণত হয়ে শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ শেষে নিজ কার্যালয়ে গিয়ে অবস্থান করেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ১৫ আগস্ট এরই ধারা বাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) স্বৈরাচারী হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২য় দিনের মতো বিক্ষোভ মিছিল করছে।
জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এবং বিভিন্ন এলাকা ছোট ছোট মিছিল একত্রিত হয়ে শহরের আব্দুল হামিদ সড়কের বড় ব্রিজের মাথায় সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তব্য দেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, পাবনা সদর থানা
বিএনপির সদস্য সচিব আবুল হাশেম, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম বাদশা, সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক লোক এ মিছিলে অংশগ্রহণ করেন