এস এম আলম, ২৪ অক্টোবর: পাবনার বিশিষ্ট শিল্পপতি ইউনিভার্সাল গ্রুপের মহাব্যবস্থাপক ও লিখিকা সোহানী হোসেন – এর আত্মজীবনী ’একজন আমি’ এবং তার স্মরচিত দুই হাজারের অধিক কবিতা, উপন্যাস ও কাব্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে পাবনার এতিহ্যবাহী রূপকথার কাব্য কফি হাউসে বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম এর আয়োজনে সংযুক্ত আরব আমিরাত থেকে আগত প্রবাসী আব্দুল হালিম আলোচনা সভাটি পরিচালনা করেন। লিখিকা সোহানী হোসেন একাধারে ইউনিভার্সাল গ্রুপ, রতœদীপ রিসোর্ট, রূপকথা ইকো রিসোর্ট, রূপকথার কাব্য কফি হাউস, রূপকথা রেস্টুরেন্ট, রূপকথা সিনেমা হল, অনন্ত সিনেমা হল এর মহাব্যবস্থাপক। প্রতি বছর জাতীয় বই মেলায় তার স্মরচিত লেখা প্রকাশিত হয়। সমাজের অন্ধকার পথকে পেছনে ফেলে নারীর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পক্ষে তিনি লিখেছেন অসংখ্য লেখা। তাঁর মহানুভবতা, আত্মজীবনী ও তাঁর প্রকাশিত গ্রন্থগুলো প্রবাসে উদ্ভাসিত করার লক্ষে সংযুক্ত আরব আমিরাত আবুধাবী থেকে আগত প্রবাসী আব্দুল হালিম এবং সাংবাদিক এস এম আলম এই আলোচনা সভার উদ্যোগ গ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সাদাকাতুল বারী, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আলীম খান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।