আজ বেলা তিনটায় যশোর জেলা মৎস্য জীবী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। যশোর জেলা আওয়ামী লীগের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, জেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা বাদশা, সদর উপজেলা মৎস্য জীবী লীগের আহবায়ক শহীদুর রহমান স্বপন, চৌগাছা উপজেলা মৎস্য জীবী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, সাধারন সন্পাদক দেব মিত্র, চৌগাছা ও ঝিকরগাছা আসনের সাংসদ ডা নাসিরউদ্দিনের ভাই শফিউদ্দিন, শার্শা উপজেলা মৎস্য জীবী লীগের সভাপতি অহেদুজ্জামান ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম সম্পাদক বিল্লাহ খা, মনিরামপুর উপজেলা মৎস্য জীবী লীগের আহবায়ক সাধন মল্লিক রনি, কেশবপুর উপজেলা মৎস্য জীবী লীগের সাধারণ সন্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক বিথীকা মল্লিকা, অভয়নগর উপজেলা মৎস্য জীবী লীগের অাহবায়ক এস এম রিপন ও সদস্য সচিব শেখর বর্মন, বাঘারপাড়া উপজেলা মৎস্য জীবী লীগের আহবায়ক এনায়েত হোসেন লিটন ও সদস্য সচিব অশোক কুমার প্রমুখ। সভায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা চেয়েছিলো দেশকে ধ্বংস করার জন্য কিন্তু তাদের সেই ষড়যন্ত্র রুখে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ আবু তোহা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের উন্নয়ন আর অগ্রগতি ত্বরান্বিত করা। কিন্তু তাকে হত্যার মাধ্যমে দেশকে অনেক পিছিয়ে দেয়া হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছেন দেশ এগিয়ে যাচ্ছে। সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বলে বক্তব্য প্রদান করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের সাধারণ সন্পাদক সেলিম রেজা বাদশা। বার্তা প্রেরক সেলিম রেজা বাদশা সাধারণ সম্পাদক যশোর জেলা মৎস্য জীবী লীগ