• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালন হয় – শহিদুল ইসলাম রতন

বাংলাদেশ আওয়ামীলীগ আটঘরিয়া উপজেলার সভাপতি ও পাবনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম
রতন বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী এবং
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দকে হত‌্যার উদ্দেশ‌্যে খুনী রাজনৈতিক দলের
প্রত‌্যক্ষ মদদে গ্রেনেড হামলা করা হয় । তারা সারাদেশে এক যোগে সিরিজ বোমা হামলা করে। সারাদেশকে
তারা গড়ে তুলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়াশ্রমে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ
ক্ষমতায় না থাকলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালন হয় এবং মানবতা ভুলুন্ঠিত হয়।
বুধবার তেবত্তর ইউনিয়নে মতিঝিল বাজারে ওর্‍্যাড আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত ২১শে আগস্ট
গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও শেখ হাসিনার উন্নয়ন প্রচার উপলক্ষে প্রধান অতিথির
বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম রতন বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষের কোন অধিকার ছিল
না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেসময় বাড়িতে থাতে পারত না, মা-বোনরা রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে
পারত না। তাদের করা বর্বরোচিত ও পৈশাচিক হামলা থেকে জাতির পিতার কন‌্যা সেদিন রেহাই পেয়েছিলেন
বলেই দেশে আজ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
শহিদুল ইসলাম রতন বলেন, আগস্ট মাস আমাদের নিকট শোকের মাস। এ মাসে আমাদের মহান জাতির মহান
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শিশু রাসেলসহ সপরিবারে হত‌্যা
করে। হত‌্যার পর আসামীদের তারা দায়মুক্তি দিয়েছিল। ইনডেমনিটি অধ‌্যাদেশকে আইনে রূপান্তর করে
পবিত্র সংসদকে তারা কলুষিত করেছিল। আমরা কামনা করি পৃথিবীর কোথাও যেন এমন জঘন‌্য ঘটনা না ঘটে।
দেবোত্তর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াদ আলী মোল্লার সভাপতিত্বে এবং দেবোত্তর
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহায়মিন হোসেন চঞ্চল, পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য ও আটঘরিয়া
উপজেলা চেয়ারম‌্যান তানভীর ইসলাম, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিখিল কুমার সাহা,
দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ ও তার
অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *