পাবনা প্রতিনিধি:
পাবনায় মিতালী কোকারাইজ ও লাম মিল্ক সুপার আইস্ক্রিম ভোক্তা অধিকারের অভিযান ৭০ হাজার টাকা জরিমানা আদাই ও আইস্ক্রিম ফ্যাক্টরি সিল্গালা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক নির্দেশনায় ও ইউএনও সহযোগিতায় পাবনা জেলা ভোক্তা-অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি এর নেতৃত্বে পাবনা শহরের হীরা সুপার মার্কেট মিতালী কোকারাইজ নকল পণ্য বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা ও বিসিক শিল্পনগরী এলাকায় অবৈধভাবে উৎপাদনের দায়ে লাম মিল্ক সুপার আইস্ক্রিম ৫০ হাজার টাকা আদাই করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠার কে ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আইস্ক্রিম ফ্যাক্টরি সিল্গালা করা হয়েছে।