• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আটঘরিয়ায় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

আটঘরিয়া প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভর্তুকি মূল্যে দেশে নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে পাবনার আটঘরিয়া উপজেলায´ বিক্রি কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বুধবার (২২জুন) সকাল ১১ ঘটিকায় আটঘরিয়া পৌরসভা প্রাঙ্গণে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন আটঘরিয়া ইউএনও মাকসুদা আক্তার মাসু। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মতিউর রহমানসহ পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ। ইউএনও মাকসুদা আক্তার মাসু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গরীব দু:খী মানুষের কথা ভাবেন । যে কারণে তিনি দরিদ্র জনগোষ্ঠীর নিকট পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। এ পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা একটি কমিটি করে দিয়েছি। তাঁদের তত্ত্বাবধানে এ কাজটি সম্পন্ন হবে। আমরা দুই বারে এ পণ্য সামগ্রী বিতরণ করব”। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন আরো বলেন, আটঘরিয়া পৌরসভায় ১২শ কার্ডধারি পরিবার পাবে এ পণ্য সামগ্রী। প্রথম পর্যায় আজ ২২ জুন থেকে ২ কেজি ডাল, ১ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি হবে। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে ঈদুল আযহায´ কষ্ট না পায় সে জন্য সরকার এ ব্যবস্থা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *