শহর প্রতিনিধি ॥ মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দানের কটুক্তির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। জুম্মার নামাজের পর জেলার বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লীরা স্থানীয় চাঁপা মসজিদে এসে সমবেত হয়। সেখান থেকেই মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে দুই কটুক্তিকারীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার সভাপতি সহকারি অধ্যক্ষ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।