• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ভেজাল ঔষুধ ও যৌন উত্তেজক সিরাপ কারখানায় অভিযান

নিজস্ব সংবাদদাতা ॥ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন সরকার এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল পাবনা সদর থানাধীন হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুরে ইম্পেল ল্যাবরেটরী (ইউনানী) কারখানা এবং গুদামে অভিযান চালিয়ে ভেজাল ঔষুধ ও বিভিন্ন যৌন উত্তেজক সিরাপ যার মূল্য অনুমান ৫ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত কো¤পানীর ম্যানেজার মিরাজুল ইসলাম ২৫, পিতা – মোহাম্মদ শামসুর রহমান,সাং- ভাটপাড়া, থানা- সুজানগর, জেলা- পাবনা কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামিকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *