নিজস্ব সংবাদদাতা ॥ ডিবিসির সংবাদ বিভাগের প্রযোজনা নির্বাহী আব্দুল বারী হত্যার প্রতিবাদে পাবনায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন পাবনায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।