আঃ খালেক পিভিএম ॥ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ১১ নাটোর ডোমেইনের অধীন নাটোর জোনের ৫টি অঞ্চলের,অঞ্চল প্রধান ও ২১টি শাখার,শাখা প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি, ২০২২/২৩ অর্থ বছরের পরিকল্পনা প্রনয়ণ ও বার্ষিক বাজেট বিষয়ক কর্মশালা ৮/৬/২২ তারিখ টিএমএসএসের নাটোর ডোমেইন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের নাটোর জোনের,জোন প্রধান এএসএম আরিফুল বাশারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া,প্রোগ্রাম বিশেষজ্ঞ মোঃ মনজুরুল করিম ও প্রকল্প সমন্বয় মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি মোঃ খায়রুল ইসলাম কর্মকর্তাদের নতুন নতুন কর্মপরিকল্পনা নির্ধারন করে এলাকায় কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। কর্মকর্তাদের তিনি আরো জানান তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।
সারাদিন ব্যাপি কর্মশালায় মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি পর্যালোচনা,২০২২/২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট বাস্তবায়ন বিষয়ক আলোচনা করেন বিশেষ অতিথি নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। কর্মশালায় নাটোর ডোমেইনের নাটোর জোনের ৫টিঅঞ্চল নাটোর,দিঘাপাতিয়া,সিংড়া,গুরুদাসপুর ও আব্দুল পুর অঞ্চলের অঞ্চল প্রধানগন যথাক্রমে মোঃ আতিকুর রহমান,মোঃমনিরুল ইসলাম, মোঃ হারুনর রশীদ,মোঃ বেলাল হোসেন ও মোঃ দুলাল হোসেন সহ ২১ টি শাখার,শাখা প্রধান কর্মশালায় অংশ নেয়।কর্মশালায় সংস্থার কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপনির্বাহী পরিচালকের ব্যক্তিগত সচিব মোঃ আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।