অনলাইন ডেস্ক ॥ ক্রমেই তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে মালয়েশিয়ায়। মহামারি মোকাবিলায় টানা লকডাউন ও বিদেশি শ্রমিক নিয়োগে প্রতিকূলতাসহ নানা কারণে হুমকির মুখে পড়েছে দেশটির মজবুত অর্থনীতির অন্যতম উৎস পামওয়েল শিল্পসহ বিভিন্ন খাত। দেশটির এই করুণ অবস্থায় দ্রুত বাংলাদেশি কর্মী আনার দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট এমপ´য়মেন্ট এজেন্সিজ মালয়েশিয়া’। বিশেষজ্ঞরা মনে করছে, এ অচলাবস্থা দীর্ঘ সময় চলতে থাকলে, দেশটির পাম ও নির্মাণশিল্পের অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়াও এসব খাতে আর শ্রমিক পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। গতকাল সোমবার (৬ জুন) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ-তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এ সময় বক্তারা জানান, শ্রমিক সংকটের কারণে সময়মতো পামওয়েল সংগ্রহ করতে না পারায় এ পর্যন্ত লোকসানের পরিমাণ প্রায় ১০০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত। সংস্থাটির আশঙ্কা, জনশক্তি রফতানি চুক্তির ক্ষেত্রে মালয়েশিয়া সরকার শ্রমিকদের স্বার্থরক্ষার বিষয়টি নিশ্চিত না করলে আইএলও সমীক্ষায় মালয়েশিয়ার অবনমন হতে পারে।