শামীম আহমেদ (সাঁথিয়া প্রতিনিধি) ॥ পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়ন পর্যায় জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। গত ৪জুন থেকে ৭জুন মঙ্গলবার সর্বমোট ৪দিন ব্যাপী জনশুমারি ও গূহগণনাকারী সুপার ভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল সাড়ে ৫ টায় ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসায় প্রশিক্ষণ শেষ হয় । প্রশিক্ষণ শেষে গণনাকারী ও সুপার ভাইজারকে ১৬০০টাকা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জোনাল অফিসার মোঃমাসুদ রানা মোঃ তৌহিদ আলী আইটি সুপার ভাইজার মোঃজাহাঙ্গীর কবির মোঃশামীম হোসেন মোঃহেদায়তুল্লাহ ইসলাম হিরো মোঃনাহিদ হোসেন। প্রমুখ এছাড়াও বিভিন্ন জনশুমারি গূহগণনারকারীর সুপার ভাইজার ও গণনাকারীগণ উপস্থিত ছিলেন।