• Wed. Mar 12th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি :

জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির নবীন বরণ, বিদায় অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর ) দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল রোডস্থ শালগাড়িয়ার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ীদের ক্রেষ্ট প্রদান করা হয়।

পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির অধ্যক্ষ ডা. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও ম্যাটস আইএমটির পরিচালক মো: আবু দাউদের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো: রফিকুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ তোমাদের উপর বেশি আকাঙ্খা করে থাকে। তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার ব্যবহারে বিশেষ লক্ষ্য রেখে ভবিষ্যতে সুদক্ষ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। এবং সফলতার মাধ্যমে পাবনা আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির সুনাম ধরে রাখতে হবে। অসহায় মানুষের জন্য প্রয়োজনে বিনামূল্যে কাজ করতে হবে। এখান থেকে বিদায় নিয়ে কর্মস্থলে গিয়ে মানসম্মত সেবা দিতে হবে। দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেনারেল হাসপাতালের ল্যাব ইনচার্জ জাহিদুল ইসলাম, অধ্যাপক গুলে জান্নাত কনা, বেলাল হাসান রাজু, ল্যাবএইডের ল্যাব ইনচার্জ সাইন্টিফিক অফিসার রেওয়ানুল হক, শিমলার ল্যাব ইনচার্জ সাইন্টিফিক অফিসার আশরাফুল আলম, পাবনা মেডিকেল কলেজের সাইন্টিফিক অফিসার রায়হানুল কবির, আইডিয়াল ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম জহির, আইডিয়াল হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আইডিয়াল ম্যাটসের ইনস্ট্রাক্টর ডা. শাহীন আলম, সাইন্টিফিক অফিসার তামজিদ নাঈম, ডা. মনিরুজ্জামান ইমন,  ডা. আমজাদ হোসেন মাসুম, ডা. সাজ্জাদুর রহমান, আইএমটির ইনস্ট্রাক্টর আব্দুস সোবহান সোহান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরিচালনা করেন শিক্ষার্থী শামসুদ্দোহা সিহাব ও মাধুরী আক্তার। পরে বিকেলে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *