পাবনায় চাঞ্চল্যকর শিমুল মালিথা (২১) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৯/১২/২০২৪ ইং সোমবার দুপুরে পাবনা জিলা স্কুলসহ শহরের অন্যান্য শিক্ষার্থীদের আয়োজনে শিমুল মালিথা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথমে জিলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে আসে, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় জেলা স্কুলে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা শিমুল মালিথা হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং নিহত শিমুল পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। শিমুল মালিথা পাবনা জিলা স্কুলের ২০২২ ব্যাচের শিক্ষার্থী।
উল্লেখ্য গত ০৬ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনা সদর থানার চর ঘোষপুর সরদারপাড়া গ্রামে ইসলামী জলসা প্রাঙ্গণে ছুরিকাঘাতে শিমুল মালিথা নিহত হয়।