• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা সদর উপজেলা ৮২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ  

মিজানুর রহমান,পাবনা:

২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলায় ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে খরিফ-২/২০২৩-২০২৪ খ্রিঃ মৌসুম গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ ও রাসায়নিক সার এবং রবি/২০২৩-২০২৪ খ্রিঃ মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজসহ রাসায়নিক সার বিতরণের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সকল বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন   জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুন্সী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নুসহ উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে , উপজেলার  ৮২৫০ জন কৃষকদের মাঝে  ৪৩ লাখ ৩৬ হাজার ৫৮০ টাকার বীজ, ১৬ লাখ ২০ হাজার ৭০০ টাকার ডিএপি সার ও ১৪ লাখ ১৩ হাজার ৯০০ টাকার এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

মিজানুর রহমান 

পাবনা প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *