• Thu. Nov 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ অভিজান

বৃহস্পতিবার ০১ আগস্ট জেলা প্রশাসন পাবনা ও বিএসটিআই আঞ্চলিক অফিস পাবনা যৌথ উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স উদয় ফুড এন্ড বেভারেজ বিসিক শিল্প নগরী তিন নম্বর গেট, পাবনা প্রতিষ্ঠানটির প্রস্তুত , মোড়কজাত ও বাজারজাতকৃত আর্টিফিশিয়াল ফেভার ড্রিঙ্ক পণ্যের অনুকূলে গুনগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধ ভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যাবহার করে উল্লিখিত পণ্য উৎপাদনের জন্য  বিএসটিআই আইন- ২০১৮ অনুযায়ী  ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার মাত্র) টাকা জরিমানা আদায় করেন। 

শ্যামলী ডিজিটাল ওয়েট স্কেল, গাছপাড়া পাবনা প্রতিষ্ঠাটির বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত  ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী  ১৫,০০০/-( পনের হাজার) টাকা জরিমানা আদায় করেন 

সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সেলিম আহমেদ   জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা এর  নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই আঞ্চলিক অফিস, পাবনা  এর কর্মকর্তা জনাব  মো: শহিদুল ইসলাম,সহকারী পরিচালক (সিএম) ও জনাব উৎপল কুমার , পরিদর্শক (মেট্রোলজি ) উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *