• Tue. Dec 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় উদ্ধারকৃত বিভিন্ন মামলার বিপুল পরিমান মাদক দ্রব্য ও আলামত ধ্বংস

এস এম আলম, ৩০ অক্টোবর: পাবনায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত বিভিন্ন মামলার বিপুল পরিমান মাদক দ্রব্য ও আলামত ধ্বংস করা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ লাইনস প্রাঙ্গনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান উপস্থিতিতে ধ্বংস করা হয় সাড়ে ১১ হাজার যৌন উদ্দিপক জিনসিন সিরাপ, ১৬৪ বোতল জিনসা শরবত, ১১৬ বোতল নেহা প্লট সিরাপ, ট্যাবলেট মদ সহ বিভিন্ন মাদক দ্রব্য। এসময় উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান মাহমুদ তুহিন সহ পুলিশ ও আদালতের কর্মকর্তারা। এসব মাদকদ্রব্য সহ আলামত বিভিন্ন সময়ে পুলিশ উদ্ধার করে। মামলা নি¯পত্তি হওয়ায় এগুলো ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *