• Sun. Dec 22nd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

‘তারেক রহমানের বার্তা- কৃষক বাঁচলে দেশ বাঁচবে’

নিজস্ব প্রতিনিধি:
কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষি নির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর বাংলাদেশ গড়তে তারেক রহমানের বার্তা কৃষকদের মাঝে পৌছে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাবনার কৃতিসন্তান মামুনুর রশিদ খান। তিনি বলেন, ‘তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারা দেশে এই কৃষক সমাবেশ আয়োজন করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষি নির্ভর বাংলাদেশ গড়বেন।’

সারা দেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার গয়েশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মামুনুর রশিদ খান বলেন,  ‘আমাদের দেশনায়ক তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে তিনি নিজেই স্বশরীরে আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন। কিন্তু তার উদ্যোগেই আজকে সারা দেশে কৃষকদের সংগঠিত করার লক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ তিনি মনে করেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষি নির্ভর বাংলাদেশ গড়তে চান তিনি। তাই আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।  বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষি নির্ভর বাংলাদেশ গড়বেন।

গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কালাম প্রামানিকের সভাপতি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *