স্টাফ রিপোর্টার ॥ অনন্য সমাজ কল্যান সংস্থা’র টাকা আত্মসাতের দায়ে সাবেক কর্মকর্তা মোঃ তৈয়ব আলীকে গতকাল ১৪ জুন ২০২২ খ্রিঃ মাননীয় পাবনা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক ১ বছরের সশ্রম কারাদন্ড ও আত্মসাৎকৃত ২৪ লাখ টাকা ফেরৎ প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামী পাবনা সদর উপজেলার দুবলিয়া দাশপাড়া গ্রামের রহিম উদ্দিন মোল্লার ছেলে মোঃ তৈয়ব আলী সংস্থার মুলাডুলি শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জানা যায় সংস্থায় কর্মরত থাকা অবস্থায় তিনি বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে ২৪ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে গত ১১ মে ২০১৭ খ্রিঃ তারিখে জেলা পাবনার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং ০১ এ একটি মামলা দায়ের করা হয়, যার নং সিআর ১৭৯/২০১৭ (ঈশ^রদী)। পরবর্তীতে মামলাটি যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে বদলী হয়ে মামলা নং হয় দায়রা ৯৬৪/১৭। আসামী পক্ষ নানা অযুহাতে মামলাটি দীর্ঘায়িত করার পর আদালত কর্তৃক ১৪ জুন ২০২২ রায় ঘোষণার দিন ধার্য করা হয়। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী তৈয়ব আলীর উপস্থিতিতে রায় পড়ে শোনান। রায়ে আসামী তৈয়ব আলীকে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও আত্মসাৎকৃত ২৪ লাখ টাকা অনন্য সমাজ কল্যান সংস্থাকে ফেরৎ প্রদানের নির্দেশ দেন।
বিজ্ঞ আদালতের এ রায়ে সংস্থার গ্রাহক ও আমানতকারীগন স্বস্তি প্রকাশ করেছেন। আদালতে সংস্থার পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. মলয় কুমার দাস।
সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অন্যায় করে যে কখনও পার পাওয়া যায় না এ রায় তার উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই সাথে কেউ আর ভবিষ্যতে সংস্থার টাকা আত্মসাৎ করার সাহস পাবে না, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে।
সংস্থা’র আইন সেলের প্রধান সেলিম আহমেদ জানান, অনন্য সমাজ কল্যাণ সংস্থার অর্থ আত্মসাৎ করায় সংস্থার সাবেক নির্বাহী পরিচালক মোঃ লিয়াকত আলী, সংস্থার সাবেক উপ-পরিচালক (কার্যক্রম) মোঃ মতিউর রহমান সেলিম, সাবেক হিসাব বিভাগের প্রধান মোঃ নজরুল ইসলাম, সংস্থার সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ মহিউল আলম আরজু (দুলাই বাড়ি), সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ টিপু বিশ্বাস, সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ আঃ গফুর, সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ বছির আহমেদ, সাবেক শাখা ব্যবস্থাপক মাসুদ রানা, সাবেক মাঠ কর্মী প্রদীপ কুমার, মাঠ কর্মী এইচ.এম.এ সালাম, মাঠ কর্মী মিসেস তুরানী সুলতানা, মাঠ কর্মী মোঃ জালাল উদ্দিন, মাঠ কর্মী মোঃ আশরাফুল সহ সর্বমোট ১৩ জন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার মামলা কোর্টে চলমান রয়েছে।