
জেলা প্রতিনিধি, পাবনা
পাবনার ঈশ্বরদীতে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মেহেরপুর জেলার গাংনী থানার কাজিপুর মন্ডলপাড়ার আবুল কালামের ছেলে মোঃ বাদশা(২৫), কুষ্টিয়ার দৌলতপুর থানার বাহিরমাদী পোয়ালবাড়ী গ্রামের পলান মন্ডলের ছেলে মোঃ আজিজুল ইসলাম(২৮)।
থানা সূত্রে জানা গেছে, মো: জাহিদুল ইসলাম নামের ব্যক্তিটির মোটরসাইকেলটি দাশুড়িয়া পিয়াস কলোনী এসএসএস এনজিও দাশুড়িয়া শাখা অফিসের সামনে থেকে চুরি হয়। গত (১৭ এপ্রিল) থানায় চুরি মামলা রুজু হয়। পাবনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং ঈশ্বরদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তত্ত্বাবধায়নে, ঈশ্বরদী থানার ওসি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদী থানার এসআই মোঃ আব্দুল হায়ির ও এএসআই মোঃ ওবায়দুল হাসান সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার ও মোটরসাইকেল জব্দ করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন, দুটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেফতার করে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ঈশ্বরদী থানা পুলিশ গত এক মাসে ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ১২ জন সক্রিয় সদস্য আটক হয়েছে। ঈশ্বরদী থানা এলাকায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি যাতে কোন প্রকার চুরি ছিনতাই না হয় সেইি লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত আছে।