• Fri. May 2nd, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ঈশ্বরদীতে বিদ্যুৎ স্পর্শে দুইজন নিহত হয়েছেন

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় পাকশী রেলওয়ের এমএস কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির ফাতেমা খাতুন (৬৫)।

স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান, আয়নুল ইসলাম তার অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এমএস কলোনিতে ফাতেমা খাতুনের গ্যারেজে যান। সেখানে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত দুজনই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম বলেন, আমরা ঘটনাস্থলেই রয়েছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আলোচনা চলছে।

উল্লেখ্য, ঈশ্বরদীতে বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় সৌরভ সরদার (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *