• Wed. Mar 12th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার ইছামতি নদী পুনরোজ্জীবিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা সংবাদদাতা : পাবনার ইছামতি নদী খননের মাধ্যমে পুনরোজ্জীবিত করার দাবিতে মানববন্ধন ও পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদান করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনা। পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর খনন ও পুনর্জীবিত করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সরকারের পক্ষ থেকে ১ হাজার ৫ শ ৫৪ কোটি টাকা আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে যা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে ইছামতি নদী ও শাখা খাল খনন কাজ ৬ টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করেছেন। এম এস আহাদ বিল্ডার্স ১১০ কিলোমিটার খনন কাজ করছেন। গত বছরের ২৫ মে হতে খনন কাজ শুরু করলেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় পাবনা নিম্ন আদালতে মামলা জটিলতা থাকায় খনন কাজ ধরছেন না। আন্দোলনকারীরা মনে করেন মহামান্য হাইকোর্টের আদেশ থাকলেও নিম্ন আদালতের দোহাই দিয়ে তারা খনন কাজ ধীরগতিতে করছে।এমতাবস্থায় পাবনাবাসী মনে করেন ইছামতি নদী পুনরুজ্জীবিত করণে জেলা প্রশাসকের বিশেষ দৃষ্টি দেয়া উচিৎ। পাবনাবাসীর প্রানের দাবি ঐতিহ্যবাহী ইছামতি নদীর প্রাণ ফিরে পাওয়া এবং পানির প্রবাহ নিশ্চিত করতে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী নদী পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খনন কাজ দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহনের জোর দাবি করে গতকাল বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) পাবনা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি ও দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলমসভাপতিত্বে বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা সদর উপজেলা সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস।
মানববন্ধনে আরো বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির প্রিন্সিপ্যাল আলহাজ্ব ইকবাল হোসাইন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার আহবায়ক বরকাতুল্লাহ ফাহাদ, পাবনা পৌর জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পাবনা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান , সংগঠনের সদস্য আমিনুর রহমান খান, হাসান আলী, খালেদ আহমেদ, আলেয়া, পারভিন, বুরহানউদ্দিন, আব্দুল কাদের, শামসুল আলী, নজরুল ইসলাম, কৃষিবিদ জাফর সাদেক, শফিকুল ইসলাম, মাওলানা আবাদুল ইসলাম, আলাউদ্দিন বিন কাশেম, শফিক আল কামাল সুবাহান মারুফ, আব্দুল মোমিন সাগর।
বক্তারা ইছামতি নদী উদ্ধার এবং পুন খননের মাধ্যমে পুনর্জীবিত করে নদী পাড়ে সৌন্দর্য বৃদ্ধি করে পাবনা শহরের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে সকল নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকমফিজুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস স্মারকলিপি প্রদান করেন।

রফিকুল আলম রঞ্জু
পাবনা
২৬ ফেব্রুয়ারি ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *