• Sat. May 17th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা কামিল আলিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ 

পাবনা প্রতিনিধি :

পাবনার কামিল আলিয়া মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর) দুপুরে আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে বিশাল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন আব্দুর রহমান ও ইসলামী গান পরিবেশন করেন হাফিজুর রহমান। 

পাবনা কামিল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো: আনছারুল্লাহ’র সভাপতিত্বে ও তথ্য যোগাযোগ  প্রযুক্তি শিক্ষক মো: আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনার জেলা প্রশাসক (ডিসি) মো: মফিজুল ইসলাম। 

এসময় তিনি বলেন, মাদরাসা শিক্ষা নিয়ে অনেকেই ভিন্ন রকম ধারণা পোষণ করেন এটা কোনক্রমেই ঠিক নয়, আমাদের প্রশাসনে অনেক ম্যাজিষ্ট্রট আছে তারা মাদরাসা থেকে পড়াশোনা করেছে। জেনারেল থেকে পাশ করাদের থেকে মাদরাসা থেকে পাশ করা শিক্ষার্থীরা তিনটি ভাষা শিক্ষার সুযোগ পায়। ধর্মীয় জীবনযাপনের বেশি সুযোগ পান। বিশেষ গবেষণায় দেখা গেছে যে, বিসিএস ক্যাডারের মধ্যে বড় একটি অংশ হয়েছে গ্রামগঞ্জের সাধারণ পরিবারের সন্তান ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নৈতিকতার বলয়ে উন্নত চরিত্রের অধিকারী হয় এসব শিক্ষার্থীরা।

তিনি বলেন, বর্তমান যুগে পিছিয়ে থাকতে না চাইলে নিজে থেকে বেশি বেশি পড়তে হবে। শুধু প্রতিষ্ঠানের উপর ভরসা করলে হবে না। এক্ষেত্রে মায়েদের ভূমিকা বেশি রাখতে হবে। সন্তানদের দেখে রাখতে হবে। কোথায় যায় কি করে এটা খেয়াল রাখতে হবে। সমাজের অবক্ষয়ের কাজ থেকে সন্তানদের দূরে রাখতে হবে। ভালোর সঙ্গে সঙ্গ দিতে হবে।  নিজের সন্তানকে আগাছা থেকে দুরে রাখতে হবে। মোবাইল ফোন দেওয়া যাবে না। মাদকের ছুঁয়াও যেন না পায় সেদিকে খুবই খেয়াল রাখতে হবে। সন্তানদের ফজরের আগে ঘুম থেকে ওঠাতে হবে। ৭ বছর থেকে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। 

বাচ্চাদের সুশৃঙ্খল জীবনযাপন করাতে হবে। পরিবারের শিক্ষা থেকেই সন্তানরা গড়ে উঠে। মাদরাসার শিক্ষার্থীদের বুয়েট চুয়েটসসহ মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষকদের আগে আদর্শবান হতে হবে। তারা শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দিবে। বাচ্চাদের পড়াশুনা ও আদর্শ হিসেবে হড়ে তুলবে।  ক্লাসে ভালোভাবে পড়াতে হবে। 

আরিবিতে বক্তব্য দেন শিক্ষার্থী আব্দুল হাকিম ও ইংরেজিতে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস। অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য দেন, সজিবুর রহমান ও পারুল আক্তার। 

বিশেষ অতিথির বক্তব্য দেন , পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, পাবনা জেলা বিএনপির সদস্য রেহানুল ইসলাম বুলাল, মাদ্রাসার উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রি-ক্যাডেট শাখার প্রধান রেজাউল করিম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সুবহান, খান আমিনুর রহমান, মাও: সাইফ উদ্দিন প্রমুখ। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই ক্রেস্টসহ নানা উপকরণ সামগ্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *