• Sat. May 10th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

আটঘরিয়ার একদন্ত ইউনিয়নে জঙ্গল থেকে কিশোরীর মরা দেহ উদ্ধার!!

মোঃ সিয়াম :

পাবনা আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ষাইটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশঝোড় থেকে তমা খাতুন নামের এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে ষাইটগাছা গ্রামের হাসেন আলীর বাঁশ ঝোড় থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। ভিকটিম তমার বাবা নায়েব আলীর জানান সোমবার (২৩ ডিসেম্বর) মেয়ে তমা খাতুনকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরের দিন মঙ্গলবার ২৪ ডিসেম্বর দুপুরে প্রতিবেশী হাসেন আলীর বাঁশ ঝোড়ে গলায় গামছা মোড়ানো অবস্থায় তমা খাতুনের মৃতদেহ পরে থাকতে দেখে তমার বাবা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরবর্তীতে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার জানান, ভিকটিমের লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যা করে ফেলে রেখেছে, আমরা অতি দ্রুত তদন্ত করে, ঘটনাটির সত্যতা উৎখাত করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *