
মোঃ সিয়াম, ১৬ ডিসেম্বর: নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ দূর্জয় পাবনার পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। বীর মুক্তিযোদ্ধাগণ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক এস এম আলম সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। এছাড়াও জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন

শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন বক্তব্য রাখেন। এ সময় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান উপস্থিত ছিলেন।