• Sat. May 10th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন আটঘরিয়ায়

আটঘরিয়া প্রতিনিধি: সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

সকাল সাড়ে ৮টায় আটঘরিয়ায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সাড়ে দশটায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্য নিয়ে উপজেলা সম্মেলন কক্ষে বিজয় মেলা উদ্বোধন করা হয়। 

সকাল এগারোটায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্যে এবং জাতির শান্তি সমৃদ্ধ ও অগ্রগতি কামনা করে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারি, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, কৃষি অফিসার সজীব আল মারুফ, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, আনসার ভিডিপি অফিসার জেসমিন আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, পল্লী বিদ্যুৎ সমিতি১ এর ডিজিএম আশরাফ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সরকারী-আধাসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *