পাবনা র্যাবের আভিযানিক দল গত ০৪ অক্টোবর, ২০২৪ তারিখ রাত্রে পাবনা জেলার আতাইকুলা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গণশান্তি বিঘ্নিত আমলযোগ্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থানকারী মোঃ ওমর ফারুক (২৬), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-শাখারীপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনাকে আটক করে। উক্ত ব্যক্তি আসন্ন দূর্গাপূঁজা উপলক্ষে ধ্বংসাত্বক কর্মকান্ডসহ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা ও অন্যান্য আমলযোগ্য অপরাধ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়।