• Thu. Mar 13th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা র‌্যাবের অভিযানে গণশান্তি বিঘ্নিত আমলযোগ্য অপরাধ সংঘটনকারী ০১ জন আসামী গ্রেফতার।

ছবিঃ পাবনার আলো ডেস্ক

পাবনা র‌্যাবের আভিযানিক দল গত ০৪ অক্টোবর, ২০২৪ তারিখ রাত্রে পাবনা জেলার আতাইকুলা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে গণশান্তি বিঘ্নিত আমলযোগ্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থানকারী মোঃ ওমর ফারুক (২৬), পিতা-মোঃ আব্দুল খালেক, সাং-শাখারীপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনাকে আটক করে। উক্ত ব্যক্তি আসন্ন দূর্গাপূঁজা উপলক্ষে ধ্বংসাত্বক কর্মকান্ডসহ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা ও অন্যান্য আমলযোগ্য অপরাধ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *