র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আলমগীর শেখ (৩৭), পিতা-মৃত ফরজ শেখ, সাং-পুর্ব টেংরী আমবাগান, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা, ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন’ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল গত ০২ অক্টোবর, ২০২৪ তারিখ সন্ধ্যায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ আলমগীর শেখ (৩৭)কে গ্রেফতার করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামী আলমগীর শেখ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয় ।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।