• Thu. Mar 13th, 2025

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানব-বন্ধন

ছবিঃ পাবনার আলো ডেস্ক

নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে পাবনায় মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ থেকে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম এবং এ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সৎসংঘ পল্লী কল্যাণ সমিতি (এসপিএস) মানববন্ধনের আয়োজন করে।

মানব বন্ধেনে বক্তারা বালেন, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এসব ঘটনার সাথে জড়িত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানব বন্ধানে বক্তব্য রাখেন- সৎসংঘ পল্লী কল্যাণ সমিতি (এসপিএস) এর কার্যনির্বাহী কমিটির সভাপতি হাসিনা আখতার রোজি, এসপিএসর নির্বাহী পরিচালক ড. নরেশ মধু, কৃষিবিদ জাফর সাদিক, আরটিভি পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের সময় পাবনা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, এনজিওকর্মী লিটন কুন্ডু, পলাশ সাহা, পূর্ণিমা দাস, শিক্ষার্থী মোঃ দীপা খাতুন প্রমুখ।

মানব বন্ধানে শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশান মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *