• Thu. Dec 12th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

ভাঙচুর ও লুটপাটের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নেই’

শেখ হাসিনা সরকার পতনের পর পাবনায় বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নেই বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতারা। বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শুক্রবার জুমার নামাজের আগে সব মসজিদে এ ধরনের হামলা-ভাঙচুর-লুটপাট থেকে বিরত থাকার আহ্বান করতে সংবাদ সম্মেলন থেকে অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খোন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, শেখ তুহিন ও নুর মোহাম্মদ মাসুদ বগা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *