১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ মে ২০২৪ তারিখ ১০৪০ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল জনাব শাহাদাত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঈশ্বরদী, পাবনাকে সাথে নিয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দাদাপুর লক্ষীকোন্ডা এলাকায় এমবিবি নামক ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযানে পরিচালনা করে ইট ভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করার অপরাধে মোঃ পান্নু মল্লিক (৪৬), পিতা-মৃত আহাদ আলী মল্লিক, সাং-দাদাপুর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং এ ব্রিকস নামক ইট ভাটার মোঃ পিন্টু (৪৭), পিতা-মৃত আঃ মোমিন প্রামানিক, সাং-দাদাপুর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
৩। উক্ত ০২টি ইট ভাটার মালিকের নিকট থেকে মামলা নং-৮১/২৪, তারিখঃ ০৫/০৫/২০২৪ এবং মামলা নং-৮২/২৪ তারিখঃ ০৫/০৫/২০২৪ মূলে সর্বমোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।