• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ স্বীকৃতি পেলেন অরবিন্দ সরকার।

১০-৭-২০২৩

জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, সময়োচিত পদক্ষেপ গ্রহণ ও আন্তরিকতা পূর্ণ আচরণের মাধ্যমে দুষ্টের দমন ও সৃষ্টের পালন শ্লোগানে বিশ্বাসী হয়ে একনিষ্ঠ ভাবে দায়িত্ব পালন করায় সন্তুষ্ট হয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মূল্যায়ন হিসেবে আবারও পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার।

রবিবার (৯ জুলাই) পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি তাঁর হাতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারের পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন।

ওসির ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গত জুলাই ২০২২ইং সালে ও ২০২৩ সালের ফেব্রুয়ারি, মার্চ ও জুলাই মাসে তিনি পাবনা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসি অরবিন্দু সরকার বলেন, সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা এবং সুষ্ঠুভাবে দ্বায়ীত্ব পালন করায় আমি বারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়। আমি যতো দিন বাঁচবো এভাবেই দ্বায়ীত্ব পালন করব।

এদিকে পরপর চারবার শ্রেষ্ঠ পুলিশ অফিসার মনোনীত হওয়ায় গর্বিত ঈশ্বরদী প্রেসক্লাব ও রাজনৈতিক ব্যক্তি সহ সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *