রফিকুল ইসলাম সুইট : পাবনা ইছামতি নদী সংস্কার ও শোভাবর্ধনে ১৭ শ ৩৫ কোটি ১৬ লক্ষ টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রস্তাবিত প্রকল্পের ভিডিও চিত্র এবং তথ্য উপাস্থাপন করেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন। অতি সম্প্রতি প্রকল্পটি একনেক এ পাশ হওয়ার সম্ভাবনা আছেন বলে মন্তব্য করেন তিনি।
উপাস্থাপিত প্রস্তাবিত প্রকল্পে খরচ দেখানো হয়েছে ১৭ শ ৩৫ কোটি ১৬ লক্ষ টাকা। মেয়াদ কাল ধরা হয়েছে জুলাই ২০২৩ থেকে জুন ২০২৭ সাল পর্যন্ত। দৈর্ঘ ১শ ১০ কিলোমিটার এর মধ্যে ইছামতি ৩৩ কিমি, সংযোগ ৪৪ কিমি, ভাড়ারা ১২ কিমি এবং সুতী নদী ২০ কিমি। ব্রীজ ২৩ টি , ঘাটলা ৫৬ টি এবং ওয়াক ওয়ে ১০ কিমি শহরের মধ্যে দুই পাশে। নদী প্রশস্থ হবে ২৫ মিটার, ভুমি অধিগ্রহন ১৬০ হেক্টর জমি, অবৈধ স্থাপনা উচ্ছেদ ৫ হাজারের বেশী, রয়েছে প্রস্তাবিত প্রকল্পে। রুপপুর ও ভাড়ারা এই দুই জায়গায় পদ্মা নদীর সাথে সংযোগ হবে ইছামতি নদী। দর্শনার্থীদের আকর্ষন, শোভাবর্ধন ও বনায়নসহ বেশ কিছু কাজ রয়েছে এই প্রকল্পে। ঢাকার হাতির ঝিলের সাথে সাদৃশ্য রেখে ব্রীজ সহ অন্যন্য কাজ করা হবে এই প্রকল্পে।
প্রস্তাবিত প্রকল্পটি সর্ম্পকে বিস্তারিত জানার জন্য নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিনকে বার বার মোবাইলে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয় নাই।