• Sat. Dec 21st, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার একশতম লড়াই আজ

স্পোর্টস ডেস্ক ॥ ওয়ানডে ক্রিকেটে একে অপরের বিপক্ষে শততম ম্যাচে মাঠে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ওয়ানডেতে ৯৯টি লড়াইয়ে অজিরা জিতেছে ৬২ ম্যাচ। আর শ্রীলঙ্কা জয় পেয়েছে ৩৩টিতে। ৪টি ম্যাচে কোনো ফল আসেনি। প্রথম দুই ওয়ানডে শেষে পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। আজ রবিবারের শততম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে উভয় দলই মরিয়া। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে তৃতীয় ওয়ানডে। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং ঝড়ে প্রথম ওয়ানডেতে দারুন জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সাত নম্বরে নেমে ৫১ বলে ম্যাক্সওয়েলের অপরাজিত ৮০ রানের সুবাদে বৃষ্টি আইনে তারা ২ উইকেটে জিতে যায়। ৩০০ রানের বড় টার্গেট দিয়েও ম্যাচ হারতে হয় শ্রীলঙ্কাকে। তবে দ্বিতীয় ওয়ানডে ২২০ রানের মামুলি পুঁজি নিয়েও বোলারদের কল্যাণে শ্রীলঙ্কা ২৬ রানে জয় পায়। তবে এই জয়ও এসেছে বৃষ্টি আইনে। সিরিজে এখন ১-১ সমতা।
চামিকা করুনারতেœ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া দুসমন্থ চামিরা, ধনাঞ্জয়া ডি সিলভা ও দুনিথ ওয়েলালাগে ২টি করে উইকেট নেন। বোলারদের পারফরমেন্সে খুশি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটাররা আরও একবার জ্বলে উঠতে পারলে সিরিজে এগিয়ে যাওয়া সহজ হবে বলে তার মত, ‘প্রথম ম্যাচে ব্যাটাররা ভালো করেছে, দ্বিতীয়টিতে বোলাররা। একত্রে দুই বিভাগ জ্বলে উঠলে সিরিজে এগিয়ে যাওয়া কঠিন কিছু নয়। আশা করছি, জয়ের ধারা অব্যাহত রেখে আমরা এগিয়ে যাব।
শ্রীলঙ্কা যখন একাদশ নিয়ে নির্ভার, তখন একের পর এক ইনজুরিতে একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘ইনজুরিতে অনেকেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে যারা আছে, তাদের নিয়ে আমাদের লড়াই করতে হবে। দলের অন্যান্যরাও ভালো খেলার সামর্থ্য রাখে। তবে সিনিয়রদের আরও দায়িত নিয়ে খেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *