আন্তজাতিক ডেস্ক ॥ সম্প্রতি সিরিয়ায় ইসরাইলি জঙ্গি বিমানের হামলা বেড়ে যাওয়ায় পাল্টা পদক্ষেপ নিয়েছে সিরিয়া। দখলদার ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান যৌথভাবে টহল দিয়েছে।ইসরাইলের যুদ্ধবিমান ও সামরিক ড্রোনের বিরুদ্ধে এটি ছিল পাল্টা সামরিক ব্যবস্থা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই যৌথ টহলে গত মঙ্গলবার (৭ জুন) রাশিয়ার সুখোই এসইউ-২৪, এসইউ-৩৪ ও এসইউ-৫ বোমারু বিমান অংশ নেয়। এর পাশাপাশি এ সামরিক মহড়ায় অংশ নিয়েছে সিরিয়ার ছয়টি মিকইয়ান গুরেভিচ মিগ-২৩ ও মিগ-২৯ জঙ্গিবিমান। ২০১১ সাল থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সহিংসতা শুরু করে। এক পর্যায়ে সিরিয়া সরকারের আমন্ত্রণে রাশিয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া সক্রিয়ভাবে সিরিয়ার পাশে রয়েছে। গত মাসে রাশিয়া নতুন করে সিরিয়ায় অ্যাটাক হেলিকপ্টার ও জঙ্গিবিমান পাঠিয়েছে।