বিশেষ প্রতিনিধিঃ
সুজানগর মানিকদির গ্রামের মুন্সীবাড়ির মালিক সুজানগর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মৃত
তোফাজ্জেল হোসেন মুন্সীর ছেলে ঠিকাদার মাসুরুর হাসান সুমন মুন্সীকে তার নিজ বাড়িতে নুরনন্বী মুন্সী , তার ছেলে পাপন মুন্সী (১৮) ও তাদের ভাড়াকরা ৪/৫ জন সন্ত্রসী বাহিনী মিলে গত শুক্রবার (১৮ আগস্ট) দুপর পৌনে ১ টায় জমি জালিয়াতি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাবনা প্রসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করেন।
দুপুর ১২টায় শুরু হওয়া এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগীর বোন তানজিনা হোসেন লোপা () । ভুক্তভোগী সুমন, সম্পর্কে নুরনবীর ভাতিজা।
লোপা বলেন নুরনবী আমার মৃত দাদীর টিপসই দেখিয়ে আমার দাদা, ফুপু, চাচাসহ পরিবারের বেশ কয়েকজনের সম্পত্তি জাল দলিল করেছেন
যার বাজারদর প্রায় ২ কোটি টাকা ।
আমাদের অনেক জমি জালিয়াতি করে অবৈধভাবে নিজের সম্পত্তি বলে দাবি করছেন তিনি। গত বছর আমরা বিষয়টি অবগত হওয়ার পর পরিবারিকভাবে আলাপ আলোচনা করে পাবনা জজ কোর্টে একটি মামলা দায়ের করি।
তারপর থেকে সুমন মুন্সী ও তার বাবা বিভিন্নভাবে আমাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে আসছেন। এর আগেও আমাদের গায়ে হাত তুলেছেন। কিন্তু এবার শুক্রবারে জুম্মার নামাজের আগে রাস্তায় লোকজন ছিল না। সেই সুযোগে আমার ভাইকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে সন্ত্রাসী হামলা করেন। তাকে এলোপাথারি মারা শুরু করলে সে চিৎকার করে তাঁর চেঁচামেচিতে আমরা গিয়ে দেখি সুমন জ্ঞান হারিয়ে পড়ে আছে। তৎক্ষণাৎ আমরা তাকে নিয়ে সুজানগর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করি। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।
তারা কোন রাজনৈতিক দলের কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লোপা বলেন এটা বলতে পারব না। তবে তার একটি নিজস্ব সন্ত্রাসী বাহিনী আছে।
এব্যপারে লোপা বাদী হয়ে গতকাল ২০আগস্ট সুজানগর থানায় একটি সন্ত্রাসী হামলার মামলা দায়ের করেন। লোপা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সুমন মুন্সীর মা ছালেহা হোসেন, স্ত্রী মোহনা মাসরুর, শাশুড়ী ইঞ্জিলা ইসলাম, বোন তাসমিনা হোসেন লিটা, চাচাতো বোন আজিজা আক্তার রূপা, এলাবাসী ইবনুল মোর্শেদ প্রমুখ।