আন্তর্জাতিক ডেস্ক ॥ সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। হামলায় বিমানবন্দরের রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার (১১ জুন) ভোরে এ হামলা চালায় ইসরাইল। হামলার পর বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। তবে হামলায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সিরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সিরিয়ার প্রতিরক্ষাবাহিনী আকাশেই থাকতেই অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তারপরও অল্প কিছু ক্ষেপণাস্ত্র বিমানন্দরে আঘাত হানে। এ সময় বেশ কয়েকজন আহত হন এবং বিমানবন্দরের বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। দেশের বাইরে থেকে আগত ফ্লাইটগুলোকে আলেপ্পো বিমানবন্দর ব্যবহার করতে বলা হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভোররাত চারটা ২০ মিনিটের দিকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে আকাশ পথে হামলা চালানো হয়।’ কয়েকদিন আগেই রাশিয়ার সাথে যৌথভাবে গোলান মালভূতিতে মহড়া চালায় সিরিয়া। এরপরই বর্বোরোচিত এ হামলা চালায় ফিলিস্তিন ও সিরিয়ার জমি দখল করে রাখা অবৈধ রাষ্ট্রটি।