সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভুট্টা বোঝাই একটি ট্রাক থেকে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে, যাদের ‘মাদক কারবারী’ বলছে র্যাব।মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের বাগীচাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার দুপুরে জানিয়েছেন র্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি।
আটকরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের মফিজুল ইসলাম (৩০), একই উপজেলার কাশিরাম গুড়াতিপাড়ার রবিউল ইসলাম (২৪) ও সুতধার গ্রামের সুমন মিয়া (২৯)।এক বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাগীচাপাড়া এলাকায় সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভুট্টা বোঝাই একটি ট্রাকে তল্লাশি করে ২৮১ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। জড়িত থাকার অভিযোগে আটক করা হয় তিন মাদক কারবারীকে।এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।