ডেস্ক নিউজ ॥ ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে শুধু সুদ পরিশোধেই ব্যয় ধরা হয়েছে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা। সুদ পরিশোধের এই ব্যয়ের পরিমাণ প্রস্তাবিত মোট বাজেটের ১১ দশমিক ৮৫ শতাংশ। এই ব্যয়ের বড় অংশই যাবে অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের সুদ পরিশোধে। আগামী অর্থবছর অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭৩ হাজার ১৭৫ কোটি টাকা। এছাড়া বিদেশি ঋণে ৭ হাজার ২০০ কোটি টাকা। মূলত বিদেশি ঋণের তুলনায় অভ্যন্তরীণ উৎসের ঋণে সুদ অনেক বেশি থাকে।