, ২৩ এপ্রিল: পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে এলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এক লিখিত বক্তব্যে জানান, দলীয় ঐক্য ও সংহতি এবং পার¯পারিক শ্রদ্ধাবোধ থেকেই তিনি এ উপজেলা নির্বাচন থেকে সরে এসেছেন। এর আগে তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করে ব্যাপক প্রচার প্রচারনা চালান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, সাবেক কাউন্সিলর মোবিদুল ইসলাম কালু, মালিগাছা ইউপি সদস্য মজনু, আলী, লাল সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।