দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং সাধারণ মানুষের সবজি কিনতে সহজ করতে পাবনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ন্যায্য মূল্যে সবজির দোকানের কার্যক্রম শুরু হয়েছে। বিকেলে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে এই দোকানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এসময় তিনি নিজ বাসার জন্য প্রয়োজনীয় সবজি কিনেন। উদ্বোধনকালে উপ¯ি’ত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌর প্রশাসক শরীফ আহম্মেদ। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, এই দোকান থেকে অন্যান্য দোকানের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কমে সবজি পাওয়া যাবে। সবজির বাজার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।